দেশজুড়ে

নাটোরে রেলের তেল চুরি চক্রের ৪ সদস্য আটক

নাটোরের আব্দুলপুর জংশন থেকে রেলের তেল চুরি চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তেল চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। শুক্রবার মধ্যরাতে রেলওয়ে নিরাপত্তা বিভাগের সদস্যরা তাদের আটক করে।

আটকরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মাদপুর এলাকার সিদ্দিক আলীর ছেলে সুমন হোসেন (২২), একই এলাকার আসলাম হোসেনের ছেলে লিটন (২৩), আব্দুল করিমের ছেলে সোহেল রানা (২২) এবং মোহাম্মাদ রহিমের ছেলে জিয়াউর রহমান (২২)।

আব্দুলপুর জংশনের রেলওয়ে নিরাপত্তা বিভাগের ইনচার্জ আব্দুল হান্নান জানান, গত রাত দেড়টার দিকে সরকারি রেলের তেল চুরি চক্রের চার সদস্য তেল চুরি করার জন্য করিমপুর রেলগেটে অপেক্ষা করতে থাকেন। এ সময় গোপন সংবাদ পেয়ে রেলের নিরাপত্তা কর্মীরা তাদের আটক করেন। এ ঘটনায় আটকদের নামে ঈশ্বরদী জিআরপি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম