শরীয়তপুরের ভেদরগঞ্জে দুই চাল ব্যবসায়ীর গোডাউন থেকে ২৬৭ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভেদরগঞ্জ বাজার থেকে পুলিশের একটি দল নিয়ে এ চাল উদ্ধার করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, ভেদরগঞ্জ বাজারের মেসার্স হাওলাদার (গিয়াস উদ্দিন হাওলাদার) গোডাউন থেকে ১১২ বস্তা ও মেসার্স আফসাল (আফজাল হোসেনের) গোডাউন থেকে ১৫৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চাল সরকারি গোডাউনে রাখা হবে। আর যারা বিক্রির উদ্দেশ্যে চালগুলো নিজেদের গোডাউনে রেখেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ছগির হোসেন/আরএআর/জেআইএম