দেশজুড়ে

দর্শনা পৌরসভায় প্রায় ১৮ কোটি টাকার বাজেট ঘোষণা

চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভায় ২০১৫-১৬ অর্থ-বছরে ১৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৮৮২ দশমিক ২৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার নিজস্ব অডিটোরিয়ামে মেয়র মো. মহিদুল ইসলাম এ বাজেট ঘোষণা করেন।মেয়র মহিদুল ইসলাম বলেন, এ বাজেট পৌর এলাকার অর্থ-সামাজিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে অবদান রাখবে। এতে উন্নয়ন খাতে ১৫ কোটি ৬০ লাখ এক হাজার টাকা ও রাজস্ব খাত থেকে দুই কোটি ১২ লাখ ৬ হাজার ৮৮২ দশমিক ২৫ টাকাসহ মোট ১৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৮৮২ দশমিক ২৫ টাকা আয় দেখানো হয়েছে। এর মধ্যে ১৭ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে। এ সময় প্যানেল মেয়র শরীফ উদ্দীন, রেজাউল ইসলাম, বিলকিস খাতুন, কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।সালাউদ্দিন কাজল/এআরএ/পিআর