খাগড়াছড়িতে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে মো. আমির হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দুপুরে মাটিরাঙ্গা উপজেলার দক্ষিণ মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন দক্ষিণ মুসলিমপাড়ার মো. আইয়ুব আলী হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে আমির হোসেনের ঘরের পাশে থাকা একটি গাছ ভেঙে ঘরের উপর পড়ে। এ সময় তিনি গাছের নিচে চাপা পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখোনে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মুজিুবুর রহমান ভূঁইয়া/আরএআর/পিআর