দেশজুড়ে

রেলক্রসিংয়ের পাশে কিশোরের দুই হাত কাটা মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত পরিচয় এক কিশোরের দুই হাত কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামের রেলক্রসিংয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকালে চিনাইর রেলক্রসিংয়ের পশ্চিম পাশে অজ্ঞাত ওই কিশোরের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতের ডান হাত পুরোপুরি কাটা এবং বাম হাতও শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। মরদেহের ধরণ দেখে মনে হচ্ছে চার-পাঁচদিন আগে ওই কিশোরকে দুর্বৃত্তরা হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আজিজুল সঞ্চয়/আরএআর/আরআইপি