মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে শ্রমিকদের মজুরি আরও কমপক্ষে ৫ হাজার টাকা বৃদ্ধি করা উচিত।
তিনি বলেন, মজুরি বোর্ডকে শ্রমিকদের ন্যায্য পাওনা সম্পর্কে সচেতন থাকতে হবে। যাতে তারা তাদের সঠিক মজুরি পায়। আগামী জুনের মধ্যে শ্রমিকদের বর্ধিত বেতন নির্ধারণ করা হবে এবং কত বৃদ্ধি পাবে তাও উল্লেখ করা হবে।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন মন্ত্রী।
কালিয়াকৈর পৌর শ্রমিক লীগের সভাপতি হারিজ উজ্জামান হারিজ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করীম রাসেল, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল ওয়াহাব মিয়া ও গাজীপুর জেলা শ্রমিক লীগ সভাপতি আব্দুর রশিদ প্রমুখ।
এএম/পিআর