দেশজুড়ে

এক ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত

টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার পাটখাগুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক হেলপার আব্দুল মান্নান (২৩) বগুড়ার সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রাক উপজেলার পাটখাগুরি নামক এলাকায় দাঁড়ায়। ট্রাকের হেলপার আব্দুল মান্নান বাইরে ওই ট্রাকের চাকা দেখছিলেন। এ সময় উত্তরবঙ্গগামী ট্রাকটিকে অপর আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আব্দুল মান্নান নিহত হন এবং আরও একজন আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ প্রসঙ্গে গোড়াই হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ জানান, পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরিফ উর রহমান টগর/এফএ/আরআইপি