দেশজুড়ে

হবিগঞ্জে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

হবিগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুই কৃষক। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের মকা গ্রামের আজিম উদ্দিন (৪০), বড়ইউড়ি ইউনিয়নের বড়ইউড়ি গ্রামের শাহীন মিয়া (৩৫) ও নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর গ্রামের আব্দুল জব্বার (৫২)। আহতরা হলেন-বানিয়াচং উপজেলার মকা গ্রামের আব্দুল হেকিম ও আছকির মিয়া।

কাগাপাশা ইউপি চেয়ারম্যান এরশাদ আলী জানান, সকালে কৃষকরা হাওরে বোরো ধান কাটতে যান। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে আজিম উদ্দিন ও শাহীন মিয়া ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় আহত অপর কৃষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পানিউমদা ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান জানান, সকালে আব্দুল জব্বার হাওরে ধান কাটতে যান। বেলা সাড়ে ১১টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএ/পিআর/এমএস