টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মো. রনি মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর মুন্সিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রনি ওই এলাকার রুস্তম আলীর ছেলে।
মির্জাপুর থানার উপপরিদর্শক মো. মিজানুর রহমান জানান, গত বছর মির্জাপুর থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইনে উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি রনি মিয়াকে আসামি করে মামলা করে। মামলা নম্বর ২১। তারিখ ৩০/০৩/২০১৭। বিশেষ ট্রাইব্যুনাল মামলা নম্বর ৪৫/১৭। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এস এম এরশাদ/আরএ/পিআর