টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ওয়ালটন গ্রুপের কমপ্লায়েন্স বিভাগের অতিরিক্ত পরিচালক আব্দুর রাজ্জাকের (৩৮) মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে তিনি শ্বশুরবাড়ি ঘাটাইল থেকে মোটরসাইকেলযোগে টাঙ্গাইলের নিজ বাসায় ফেরার পথে কালিহাতী উপজেলার বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাজ্জাক টাঙ্গাইল পৌর এলাকার কচুয়াডাঙ্গার আব্দুল করিম মিয়ার ছেলে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, বিকেলে ঘাটাইল থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে কালিহাতী উপজেলার বাংড়া এলাকায় পেছন থেকে একটি গাড়ি আব্দুর রাজ্জাককে ধাক্কা দেয়। এতে রাজ্জাক গুরুতর আহত হন। পরিবারের অনুরোধে রাজ্জাকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার চাচা ইমরুল কায়েসের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক গাড়িটি আটক করা না গেলেও এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান তিনি।
আরিফ উর রহমান টগর/এফএ/আরআইপি