ক্যাম্পাস

ইয়াবাসহ চবি ছাত্রলীগের দুই কর্মী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই কর্মীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে হাটহাজারীর ১১ মাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

হাটহাজারী থানার ওসি (তদন্ত) জহির উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের আইআর এর ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র নাছির উদ্দিন মিশু ও নৃ-বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নাজমুল হোসেন নকীব। বর্তমানে তারা হাটহাজারী মডেল থানা হাজতে রয়েছেন। আটক দুই ছাত্রলীগ কর্মী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

ওসি (তদন্ত) জহির উদ্দিন বলেন, আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে কী পরিমাণ ইয়াবা পাওয়া গেছে তা জানাতে পারেননি তিনি।

আবদুল্লাহ রাকীব/আরএআর/পিআর