ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ইমরান হোসেন (১৪) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ইমরান ওই গ্রামের জজ মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সকালে বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে যায় ইমরান। এসময় সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর