দেশজুড়ে

কসবায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাকচাপায় নুরুল আমিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এ ঘটনায় আহত অপর দুই মোটরসাইকেল আরোহীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় শাহপুর এলাকায় একটি পণ্যবোঝাই ট্রাক অপর একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নুরুল আমিন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আহত অপর দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম