দেশজুড়ে

শেরপুরে ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে উত্তেজনা

তিন মাসের মাথায় ফের শেরপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির নাম ঘোষণা দেয়ার পরই শেরপুরে ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

রোববার রাতে শেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে সোয়েব হাসান শাকিল ও সাধারণ সম্পাদক হিসেবে মো. রেজাউল করিমের নাম অনুমোদন করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

সোমবার দুপুরে ওই কমিটির নাম ছড়িয়ে পড়লে বিকেল ৩টায় নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন ও শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটের নেতৃত্বাধীন ছাত্রলীগের একপক্ষ।

অন্যদিকে একইদিন বিকেল ৪টায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ারুল হাসান উৎপল নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে পাল্টা সংবাদ সম্মেলন ডাকেন।

উৎপলের অভিযোগ, নতুন কমিটির নাম ঘোষণার পর দুপুরের দিকে শেরপুর সরকারি কলেজ থেকে ফেরার পথে নতুন কমিটির সমর্থক তিন ছাত্রলীগ কর্মীকে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে ছাত্রলীগ নামধারী কতিপয় অছাত্র আহত করেছে। আহতরা হলো-মাজেদ, আশিক ও পার্থ। এ সময় তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

জেলা ছাত্রলীগের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট বলেন, দলের দুঃসময়ে সংগঠনের জন্য যারা রক্ত দিয়েছে, তাদের মূল্যায়ন করা হয়নি। বিগত ২০-২৫ বছর ধরে সংগঠনের পশ্চিমাঞ্চল থেকে কমপক্ষে একজনকে সভাপতি অথবা সম্পাদক করা হতো। কিন্তু বর্তমান কমিটিতে পুরো পশ্চিমাঞ্চল ও শহরকে অবজ্ঞা করা হয়েছে। আমরা এ কমিটি মানি না। যদি ৭২ ঘণ্টার মধ্যে এ কমিটি বাতিল করা না হয় তাহলে অনশন-অবরোধসহ কঠিন কর্মসূচি দিয়ে শেরপুরকে অচল করে দেয়া হবে।

সংবাদ সম্মেলনে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বায়োযিদ হাসান, যুবলীগ নেতা আব্দুল মতিন, ছাত্রলীগের একপক্ষের শেরপুর কলেজ শাখার সভাপতি নয়ন তালুকদার, সম্পাদক আব্দুল কুদ্দুস, সদর থানার সভাপতি নাজমুল হোসেন, সম্পাদক হামিদুল ইসলাম, শহর ছাত্রলীগের সভাপতি মাসুদ রেজা ও সম্পাদক আলামিন রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, বিকেল ৪টায় শেরপুর জেলা আওয়ামী লীগের চকবাজার কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হাসান উৎপল এক সংবাদ সম্মেলন ডাকেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মজদুল হক মিনু, খন্দকার নজরুল ইসলাম, ফখরুল মজিদ খোকন ও যুগ্ম সম্পাদক নাজিমুল হক নাজিম প্রমুখ।

এ সময় জেলা-শহর-সদর থানা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ নেতারা দাবি করেন, নবঘোষিত কমিটির সভাপতি শাকিলের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। শাকিল কোনো অনৈতিক কাজে জড়িত নয়। এছাড়া সাধারণ সম্পাদকের ভাই ছাত্রদল করে না।

হাকিম বাবুল/এএম/আরআইপি