দেশজুড়ে

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এতে আরও একজন গুরুতর আহত রয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার রামারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- অটোরিকশা চালক সলঙ্গা থানার চড়িয়া কালিবাড়ি গ্রামের মৃত খশেমের ছেলে জহুরুল ইসলাম (৪০) ও আগরপুর গ্রামের মুজাফর আলীর ছেলে বিপুল (৩০),আমশড়া গ্রামের দেলওয়ার হোসেনের ছেলে সজিব বাবু (৩০) ও একই গ্রামের আহম্মাদ আলীর ছেলে রুহুল আমিন (৩৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সলঙ্গা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি রামারচর এলাকায় মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের একটি দ্রুতগামী বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন। পরে আহত দুই যাত্রী চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম