ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের ১৭শ টন স্টিল পাইপ নিয়ে ভারতীয় জাহাজ ‘এমভি মহাদেব’ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এসে পৌঁছেছে। গত রোববার দিবাগত মধ্যরাতে আশুগঞ্জের মেঘনা নদীতে নোঙর করে জাহাজটি।
এ ব্যাপারে বিআইডব্লিউটিএ’র আশুগঞ্জ নৌ বন্দরের পরিদর্শক মো. শাহ আলম জাগো নিউজকে বলেন, নদীতে ভারতীয় জাহাজ নোঙর করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখনো বন্দরের ঘাটে এসে ভিড়েনি জাহাজটি। যতটুকু জানতে পেরেছি আগামী শনিবার নাগাদ জাহাজটি ঘাটে এসে ভিড়বে। এরপর কাস্টমসসহ সব আনুষ্ঠানিকতা শেষে আগামী রোববার (১৩ মে) সকাল থেকে পাইপগুলো আখাউড়া স্থলবন্দর হয়ে ত্রিপুরা যাবে।
আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম