জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি উত্তরাঞ্চলের প্রতি সদয় হয় তাহলে নওগাঁয় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন সম্ভব। এক্ষেত্রে একাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁর পতিসর কাচারিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনের পতিসরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
এতে হাজারো দর্শক ও রবীন্দ্রপ্রেমীদের আগমন ঘটেছে। পতিসর কাছারিবাড়িকে নতুন রূপে বিভিন্ন বর্ণিল সাজে সাজানো হয়েছে। বসেছে গ্রামীণ মেলা। এলাকায় এক সাজ সাজ রব উঠেছে।
নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক। পরে দেবেন্দ্রমঞ্চে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার, স্থানীয় এমপি ইসরাফিল আলম, নওগাঁ-৩ আসনের এমপি ছলিম উদ্দীন তরফদার, নাটোর-১ আসনের এমপি আবুল কালাম আজাদ, পুলিশ সুপার ইকবাল হোসেন ও সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান প্রমুখ।
আব্বাস আলী/এএম/এমএস