চুয়াডাঙ্গার দামুড়হুদায় গ্রেফতারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতিসহ আট মামলার আসামি মিরাজুল ইসলাম মিরা নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গোবিন্দহুদা গ্রামের ঈদগাঁ মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মিরাজুল ইসলাম মিরা দামুড়হুদার হাতিভাঙ্গা গ্রামের হাফিজ মণ্ডলের ছেলে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, বুধবার সন্ধ্যায় মিরাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির সময় মিরা আহত হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি শুটারগান, তিনটি রামদা ও তিনটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত মিরার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে থানায় আটটি মামলা রয়েছে।
সালাউদ্দিন কাজল/আরএআর/পিআর