টাঙ্গাইলের গোপালপুরে সুমন মিয়া (১৮) নামে এক যুবক নিজের পছন্দের মেয়েকে বিয়ে করতে না পেরে মা-বাবার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এর আগে বৃহস্পতিবার রাতে ধোপাকান্দি ইউনিয়নের চকসোনামুদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া ওই গ্রামের বারেক হোসেনের ছেলে ও পেশায় তিনি গাড়ির হেলপার।
স্থানীয়রা জানান, নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করতে না পেরে সুমন মা-বাবার সঙ্গে অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হাসান আল মামুন জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করে মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আরএআর/পিআর