দেশজুড়ে

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে কোলের সন্তানসহ অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার মিরপুর স্টেশনের ২ কি.মি. আগে গেটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি মিরপুর স্টেশনের ২ কি.মি. আগে গেটপাড়া এলাকায় পৌঁছালে সেখানে এক নারী তার কোলের শিশুকে নিয়ে রেল লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েন। এ সময় অনেকে তাকে রেল লাইন থেকে সরে যেতে অনুরোধ করলেও তিনি তা শোনেননি। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে মা ও ছেলে নিহত হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আল-মামুন সাগর/আরএআর/পিআর