দেশজুড়ে

ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ধামারণ ত্রিপল্লী ডা. কে এ জলিল উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জনি শেখ (১৮) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে বিঝারি ইউনিয়নের ধামারণ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। দণ্ডিত জনি শেখ জপসা ইউনিয়নের গৌড়াইল গ্রামের সামছুল হক শেখের ছেলে।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন জাগো নিউজকে বলেন, বখাটে জনি শেখ প্রায়ই ধামারণ ত্রিপল্লী ডা. কে এ জলিল উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করতো। শনিবার দুপুরে সে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, ছাত্রী উত্ত্যক্তের দায়ে জনি শেখ নামে এক বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মো. ছগির হোসেন/এএম/জেআইএম