দেশজুড়ে

নারী চিকিৎসককে হত্যাচেষ্টা : আ.লীগ নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

বাগেরহাটের ফকিরহাটে এক আওয়ামী লীগ নেতার স্ত্রীকে চিকিৎসা দিতে দেরি হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী চিকিৎসক মৌসুমী ইয়াসমিনকে প্রকাশ্যে গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে।

এ মামলায় আওয়ামী লীগ নেতা ওই ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে আসামি করা হয়েছে। ঘটনার চারদিন পর রোববার বিকেলে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার শিকার চিকিৎসক মেডিকেল কর্মকর্তা অভিজিৎ মৃধা বাদী হয়ে থানায় মামলাটি করেন। তবে হামলার ঘটনায় জড়িতদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এদিকে, চিকিৎসককে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। তিনি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন।

মামলার অপর আসামি হলেন- ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাদ্য সরবরাহকারী সাবেক ঠিকাদার আনোয়ার হোসেন। তিনি স্থানীয় বাহিরদিয়া গ্রামের বাসিন্দা।

গত ৯ মে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ফকির রেজাউল করিমের স্ত্রী ঝর্ণা বেগমকে চিকিৎসা দিতে দেরি হওয়ায় নারী চিকিৎসক মৌসুমী ইয়াসমিনকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা করেন।

একই সময়ে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সাবেক খাদ্য সরবরাহকারী ঠিকাদার আনোয়ার হোসেন চিকিৎসক অভিজিৎ মৃধাকে মারধর করেন।

ঘটনার পর চিকিৎসকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। দুই চিকিৎসককে মারধরের ঘটনায় বাগেরহাটের সিভিল সার্জন ডা. অরুণ কুমার মন্ডল ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান এবং ঘটনার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানান।

ফকির রেজাউল করিম ফকিরহাট উপজেলার মানসা বাহিরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

ফকিরহাট উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল বলেন, চিকিৎসকদের মারধরের ঘটনায় শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন হাসপাতালের চিকিৎসকসহ সব কর্মকতাদের সঙ্গে বৈঠক করেন। তিনি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে হামলায় জড়িত ইউপি চেয়ারম্যান ফকির রেজাউল করিম ও তার সহযোগী আনোয়ার হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন।

ফকিরহাট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জগন্নাথ চন্দ্র বলেন, হামলার শিকার অভিজিৎ মৃধা বাদী হয়ে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান ফকির রেজাউল করিম ও তার সহযোগী আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন। থানার উপপরিদর্শক (এসআই) বিভাস চন্দ্র সাহাকে মামলার তদন্তভার দেয়া হয়েছে। জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

শওকত আলী বাবু/এএম/জেআইএম