দেশজুড়ে

মায়েরা আবেগাপ্লুত, শিশুরা আনন্দিত

ফরিদপুরে ব্যতিক্রমী নানা আয়োজনের মধ্য দিয়ে মা দিবস পালিত হয়েছে। রোববার বেলা ১১টায় ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অবস্থিত সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এছাড়া জেলার নয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি পালিত হয় বলে জানিয়েছে জেলা প্রশাসন।

কর্মসূচির মধ্যে ছিল স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ও মায়েরা সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন, মায়েদের ফুলেল শ্রদ্ধা জানানো, মিষ্টি মুখ এবং আলাচনা সভা।

আলোচনা সভায় অংশ নেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামসুল আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডল, স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক নির্মলেন্দু চক্রবর্তী শংকর প্রমুখ।

এদিকে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের গোলাপবাগ লতিফুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীরা তাদের মায়েদের হাতে ফুল দিয়ে ভালোবাসা ও পায়ে হাত দিয়ে সালাম করে শ্রদ্ধা নিবেদন করেন।

সন্তানের কাছে এমন শ্রদ্ধা ও ভালোবাসা পেয়ে মায়েরা হয়েছেন আবেগাপ্লুত। আর শিশুরা হয়েছে আনন্দিত।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডল বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের মধ্যে নীতিবোধ জাগ্রত করতে ভূমিকা রাখবে। আজকের শিশুরাই আগামী দিনে দেশের কর্ণধার হবে। মায়ের প্রতি এই ভালোবাসা তাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম বলেন, প্রতিটি মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি তার মা-বাবা। আর এই মা-বাবাকে যাতে প্রতিটি মানুষ ভালোবাসে, সে জন্য সমাজের সব ক্ষেত্রেই বাবা-মাকে প্রাধান্য দিয়ে নানা কর্মসূচি করা প্রয়োজন। এতে সামাজিক অবক্ষয় কিছুটা হলেও কমবে।

সন্তানের এমন ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত মা সালেহা বেগম জানান, সন্তানের কাছে এমন ভালোবাসা পেয়ে তিনি আনন্দিত। এ আনন্দ অন্য কোনো আনন্দের সঙ্গেই তুলনা হয় না।

এমএএস/পিআর