দেশজুড়ে

থানচিতে অপহৃত দুই নারী বাড়ি ফিরেছে

বান্দরবানের দুর্গম থানচির তংক্ষ্যং পাড়া থেকে অপহৃত তিনজনের মধ্যে দুই নারীকে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। ছাড়া পাওয়া দুই নারী হলেন, আপ্রুমা মারমা (৪৪) ও একই পাড়ার বাসিন্দা মেনু প্রু মারমা (৩২)।

রোববার বিকেলে দুই নারীকে ছেড়ে দিলেও অপহৃত করবারি আথুই মং মারমার এখনও খোঁজ মেলেনি। এদিকে অপহৃত ব্যক্তিকে উদ্ধারে পুলিশ ও বিজিবির সদস্যরা ওই এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।

থানচি তংক্ষ্যং পাড়ার কারবারি চিংবাই জানান, বিকেলে দুই নারীকে ছেড়ে দিলেও অপহৃত কারবারি আথুই মং মারমাকে এখনও ছেড়ে দেয়া হয়নি ।

থানচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল সাক্তার জানান, নিখোঁজ তিনজনের মধ্যে দুজন তাদের নিজ বাড়িতে ফিরে এসেছে।

স্থানীয়রা জানিয়েছেন, গতকাল শনিবার দুপুরে তংখং পাড়া ঘেরাও করে কারবারীসহ তিনজনকে ধরে নিয়ে যায় অপহরণকারীরা। অপহরণকারীরা আরাকান আর্মির সদস্য বলে ধারণা করছে স্থানীয়রা। এদিকে অপহরণের খবর পেয়ে ওইদিনই উদ্ধার অভিযানে নামে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি।

তারা আরও জানান, কারবারির ছেলে মংমং শৈ মারমা প্রায় দু’বছর আগে আরাকান আর্মিতে যোগ দিয়ে কয়েক দিন আগে ৮ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। সেই সূত্র ধরেই শনিবার দুপুরে ওই সংগঠনের সদস্যরা পাড়া ঘেরাও করে শনিবার দুপুরে কারবারিসহ তিনজনকে ধরে নিয়ে যায়।

সৈকত দাশ/এমএএস/আরআইপি