নরসিংদীতে কর্তব্যরত চিকিৎসকের গাফিলতিতে জোহুরা খাতুন (৫৫) নামে এক রোগীর মৃত্যুর হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে মৃতের স্বজনরা হাসপাতাল ঘেরাও করে। সোমবার সকাল ১০টার দিকে নরসিংদী সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।
এ সময় উত্তেজিত স্বজনরা হাসপাতাল ভাঙচুর চালানোর চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত রোগী জোহুরা খাতুন শহরের ব্রাহ্মণপাড়া এলাকার আলাউদ্দিন আলীর স্ত্রী।
মৃতের পরিবার জানায়, জোহুরা খাতুন দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিলেন। সকালে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পরিবারের লোকজন সকাল সাড়ে ৭টার দিকে তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। কিন্তু প্রায় এক ঘণ্টা পেরিয়ে গেলেও হাসপাতালের জুরুরি বিভাগের কোনো চিকিৎসক পাওয়া যায়নি। হাসপতালের জরুরি বিভাগের ২৪ ঘণ্টা সেবা দেয়ার কথা থাকলেও জোহুরা সঠিক চিকিৎসা পাননি। এমন কী ওই সময় জুরুরি বিভাগে কর্তব্যরত কোনো চিকিৎসকই ছিলেন না। পরে সকাল সাড়ে আটটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুতে মৃত স্বজনরা হাসপাতালে হট্টগোল শুরু করেন। পরে স্বজন ও আশপাশের লোকজন হাসপাতাল ঘেরাও করে।
মৃতের ছেলে আতিকুল ইসলাম বলেন, ‘আমার মায়ের মৃত্যুর জন্য চিকিৎসকরাই দায়ী। তারা যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করত আজকে আমার মা বেঁচে থাকত। তাদের গাফিলতির কারণেই আমার মা মারা গেলো।’
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আমিরুল ইসলাম শামীম বলেন, ‘রোগীটি এমআই রোগে আক্রান্ত ছিলো। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই রোগীটি মারা যায়। তবে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক না থাকার বিষয়টি আমরা তদন্ত করে দেখবো। আর তা প্রমাণিত হলে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
সঞ্জিত সাহা/আরএ/এমএস