দেশজুড়ে

এমপি রানার বিচার দাবিতে আ.লীগের মিছিল

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার বিচার দাবিতে মিছিল ও সভা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

টাঙ্গাইলের আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহম্মদ ও যুবলীগের নেতা শামীম এবং মামুন হত্যা মামলার অন্যতম আসামি এমপি রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মিছিলের আয়োজন করা হয়।

সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আয়োজিত মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন- ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম মিয়া, রসলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, যুবলীগের আহ্বায়ক সরোয়ার আলম রুবেল, ঘাটাইল পৌর মেয়র লিটন সরকার ও জিবিজি কলেজের ভিপি আবু সাঈদ রুবেল প্রমুখ। বক্তারা অবিলম্বে এমপি রানাকে দল থেকে বহিষ্কার ও দ্রুত বিচারের দাবি জানান।

উল্লেখ্য, এমপি রানা আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহম্মদ হত্যা মামলার প্রধান আসামি। ২০১৬ সালে ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণের পর থেকে তিনি কারাগারে আছেন।

আরিফ উর রহমান টগর/এএম/পিআর