বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের সহায়তায় ফরিদপুরের বোয়ালমারীতে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন পাঁচ শতাধিক দরিদ্র মানুষ।
সমাজ সেবামূলক এই সংস্থাটি ইতোপূর্বেও আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলাতেও একইভাবে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা দিয়েছে।
সোমবার সকালে বোয়ালমারী উপজেলায় জেলা পরিষদ অডিটোরিয়াম হলে দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুর রহমান দোলন। চক্ষু ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ড. রাহাত আনোয়ার চৌধুরীর নেতৃত্বে দশ সদস্যের একটি চিকিৎসক দল।
ফাউন্ডেশনের কর্মকর্তা শেখ শহীদুল ইসলাম জানান, এই ক্যাম্পে চক্ষু রোগীর প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করে বিনামূল্যে প্রতি রোগীকে প্রয়োজনীয় ওষুধ, চশমা দেয়া হয়েছে। অন্যদের লেন্স সংযোজনসহ ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। তাদের লেন্স সংযোজনসহ ছানি অপারেশন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংগঠনটি।
সংগঠনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন বলেন, সমাজের বৃত্তবান ব্যক্তিরা একটু আন্তরিক হলে অনেক অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষ স্বাভাবিক জীবন-যাপন করতে পারে।
তিনি বলেন, কাঞ্চন মুন্সি ফাউন্ডেশন এই সকল মানুষের সেবায় কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখবে। আমরা সমাজের উন্নয়নে-মানুষের উন্নয়নে কাজ করতে চাই। এই জন্য প্রয়োজন সকলের সহযোগিতা।
ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোয়ালমারী পৌর মেয়র মোজ্জাফর হোসেন বাবলু মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার প্রফেসর আব্দুর রশিদ, আ.লীগের সাবেক সভাপতি গোলাম ছরোয়ার মৃধা, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুর রহমার বাশার, পৌর আ.লীগের সভাপতি আব্দুল আলিম মোল্লা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু মিয়া, চক্ষু চিকিৎসক ড. রাহাত আনোয়ার, যুবলীগ নেতা মনিরুজ্জামান লিটন প্রমুখ।
এমএএস/এমএস