দেশজুড়ে

টাঙ্গাইলে স্থগিত কেন্দ্রে ভোট চলছে

টাঙ্গাইলের ঘাটাইলে স্থগিতকৃত একটি কেন্দ্রে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে সাগরদীঘি ইউনিয়নের গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ঘাটাইল ইউপি নির্বাচনের স্থগিতকৃত একটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ ঘাটাইল উপজলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগের রাতে সাগরদীঘি ইউনিয়নের গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইকে কেন্দ্র করে নির্বাচনী সহিংসতায় এক যুবক নিহত হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিত নির্বাচন কমিশন এই কেন্দ্রটির নির্বাচন স্থগিত করে।

আরিফ উর রহমান টগর/এফএ/পিআর