সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধর্ষণ মামলায় মগরব আলী নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মগরব আলী উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের মহেশপুর পূর্বপাড়া গ্রামের মৃত হারান আলীর ছেলে।
সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বেঞ্চ সহকারী সুকুমার চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করে জানান, উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের মঞ্জের আলীর স্ত্রী আকলিমা খাতুনের (৩০) দূর-সম্পর্কের খালু মগরব আলী তার বাড়িতে দীর্ঘদিন ধরেই যাতায়াত করতেন। এরই এক পর্যায়ে গত ২০০৫ সালের ১৮ মে রাতে আকলিমাকে বাড়িতে একা পেয়ে হাত-পা বেঁধে ও গলায় গামছা পেঁচিয়ে ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় একই বছরের ২৫ মে আকলিমা বাদী হয়ে মগরব আলীকে একমাত্র আসামি করে আদালতে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে মগরব আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। মামলার দীর্ঘ শুনানি শেষে আসামির অনুপস্থিতিতে মঙ্গলবার বিকেলে বিচারক এ রায় দেন।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস