দেশজুড়ে

আত্মরক্ষার প্রশিক্ষণ নিল ৪২ ছাত্রী

আত্মরক্ষার প্রশিক্ষণ নিল ৪২ জন স্কুলছাত্রী। ফরিদপুর সদর উপজেলার গেরদা এ.এফ.মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্রীদের এ আত্মরক্ষা প্রশিক্ষণ প্রদান করা হয়। মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের রেফারি জহিরুল ইসলাম।

জানা যায়, এ.এফ.মুজিবুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ৪২ জন ছাত্রীর মাসব্যাপী খালি হাতে আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচি মঙ্গলবার বিকেলে সমাপ্ত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এফ.মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা রহমান।

সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী ছাত্রীদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি লোনা রহমান ও গেরদা এ.এফ.মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।

আত্মরক্ষার প্রশিক্ষণ নেওয়া গেরদা এ.এফ.মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সাদিয়া আফরিন মৌ জানায়, পড়ালেখার পাশাপাশি মাসব্যাপী খালি হাতে আত্মরক্ষার প্রশিক্ষণ নিতে পেরে আমি আনন্দিত। নানা সময়ে নারীদের সমস্যায় পড়তে হয়। এ প্রশিক্ষণ নেয়া থাকলে নিজেকে রক্ষা করা যায়। এ প্রশিক্ষণ প্রতিটি নারীরই নেয়া প্রয়োজন।

ফাউন্ডেশনের সমন্বয়ক মাহফুজুল আলম মিলন জানান, আত্মপ্রত্যয়ী নারী জীবন গঠনের লক্ষে আগ্রহী প্রতিটি ছাত্রীকে এই প্রশিক্ষণ দেয়া হবে।

তিনি আরও জানান, ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এর আগেও ৫০ জন ছাত্রীকে খালি হাতে আত্মরক্ষা প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, পর্যায়ক্রমে স্কুলের সকল ছাত্রীকে এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনা হবে।

ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা রহমান বলেন, নারী শিক্ষার ব্যাপারে আমরা যেমন সচেতন, তেমনি তাদের নিজেকে আত্মরক্ষার জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

তিনি বলেন, দেশের অভিজ্ঞ কারাতে প্রশিক্ষকদের দিয়ে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। গেরদা স্কুলে প্রথম এ প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন স্কুলে এই কার্যক্রম চালু করা হবে।

এমএএস/এমএস