দেশজুড়ে

পিরোজপুরে শিক্ষকের হাত ভেঙে দিলো দুর্বৃত্ত

পিরোজপুরে এক স্কুলশিক্ষকের ওপর হামলা চালিয়ে তার হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। হামলায় আহত মসিউর রহমান শুভ (৩০) সদর উপজেলার চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বর্তমানে ওই শিক্ষক পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি শহরের গণপূর্ত ভবনে গেলে তার ওপর হামলা হয়।

পূর্বশত্রুতার জেরে কয়েকজন লোক এসে তাকে মারধর করে। এ সময় লাঠি দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেয় তারা। পরে অফিসের কয়েকজন ও স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের চিকিৎসক সিকদার মাহমুদ বলেন, তার একটি হাত ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ওসি এসএম জিয়াউল হক বলেন, গণপূর্ত ভবনের কাজের টেন্ডারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। আমি হাসপাতালে গিয়ে আহত শিক্ষকের সঙ্গে কথা বলেছি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

হাসান মামুন/এএম/এমএস