চুক্তিতে আরও দুই বছর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব থাকছেন মো. নজরুল ইসলাম। নজরুল ইসলামের অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করে চুক্তিভিত্তিক এই নিয়োগ দিয়ে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
আগামী ৫ জুন বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। ১৯৮৪ সালের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নজরুল ইসলাম আগামী ৪ জুন পিআরএলে যাওয়ার কথা ছিল। পরিকল্পনা কমিশনের সদস্য থাকার সময় গত বছরের ১২ অক্টোবর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নিয়োগ পান নজরুল ইসলাম।
আরএমএম/এমআরএম/পিআর