দেশজুড়ে

রাজবাড়ীর ফুটপাতে পুলিশের অভিযান

 

রাজবাড়ী জেলা শহরের মধ্যে দিয়ে সাধারণ জনগণের চলাচলে সুবিধা ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে ১নং রেলগেট এলাকা, কাপড় বাজারে ঢোকার দুই পাশের ফুটপাত ও সোনালী ব্যাংক রোডে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় ফুটপাতে না বসার জন্য ব্যবসায়ীদের সর্কত করা হয়। সেই সঙ্গে রাস্তার পাশে যত্রতত্র মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা অাটক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, ট্রাফিক ইন্সেপেক্টর মৃদুল রঞ্জন দাস, সহকারী ট্রাফিক ইন্সেপেক্টর অাসাদুজ্জামান ও শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম প্রমুখ।

রুবেলুর রহমান/এএম/আরআইপি