নড়াইলে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ ১৯ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে নড়াইল সদর থানায় ১০ জন, লোহাগড়া থানায় ৭ জন এবং কালিয়া থানায় ৫ জন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা হয়েছে। এছাড়া এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ বিভিন্ন মামলা ও অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরো ২২ জনকে। শুক্রবার বেলা ১টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। নড়াইল জেলা পুলিশের কন্ট্রোলরুম জাগো নিউজকে জানিয়েছে, মাদকসহ জেলায় মোট ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে নড়াইল সদর থানায় ১৫ জন, লোহাগড়া থানায় ১০ জন, কালিয়া থানায় ৯ জন এবং নড়াগাতী থানায় ৭ জন। তাদের মধ্যে লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের বাচ্চু শেখের ছেলে ইমদাদুল হক (৪০) নামে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি রয়েছে। নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জাগো নিউজকে জানান, চলমান অভিযানে জেলায় গ্রেফতার হয়েছনি ৪৪ জন। এদের মধ্যে মাদকসহ গ্রেফতার ১৯ জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, নড়াইল জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে। হাফিজুল নিলু/এমজেড/পিআর