বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টের সঙ্গে কাজ করার জন্য অস্থায়ী ভিত্তিতে ‘দোভাষি (ফরাসি ভাষা)’ পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ২৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনীকার্যক্রমের নাম: জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমএলাকার নাম: বাংলাদেশ কন্টিনজেন্ট
পদের নাম: দোভাষি (ফরাসি ভাষা)পদসংখ্যা: প্রয়োজন অনুযায়ীশিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমানদক্ষতা: ইংরেজি ও ফরাসি ভাষায় দক্ষ হতে হবে
> আরও পড়ুন- ২১ জনকে চাকরি দিচ্ছে টিসিবি
চাকরির ধরন: অস্থায়ীপ্রার্থীর ধরন: পুরুষবয়স: ২৪-৪৫ বছর
শারীরিক যোগ্যতা: ডাক্তারি পরীক্ষায় যোগ্য হতে হবেবেতন: ২,৫৩২ মার্কিন ডলারসুবিধাদি: মিশন শেষ হওয়া (১ বছর) পর্যন্ত যাবতীয় সুবিধাপ্রাপ্ত হবেন
আবেদনের ঠিকানা: সেনা সদর, জিএস শাখা, ওভারসিজ অপারেশন্স পরিদফতর, ঢাকা সেনানিবাস, ঢাকা।
আবেদনের শেষ সময়: ২৫ জুন ২০১৮
> আরও পড়ুন- অভিজ্ঞতা থাকলে ইউএস-বাংলায় চাকরির সুযোগ
ডাক্তারি পরীক্ষা: ০২ জুলাই ২০১৮সময়: সকাল ৮টা ৩০ মিনিটস্থান: সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা সেনানিবাস, ঢাকা
নির্বাচনী পরীক্ষা: ০৪ জুলাই ২০১৮সময়: সকাল ৯টাস্থান: সেনাকুঞ্জ, ঢাকা সেনানিবাস, ঢাকা
সূত্র: ইত্তেফাক, ২০ মে ২০১৮
এসইউ/পিআর