কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৪৪৩ পিস ইয়াবা ও প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন- পৌর এলাকার কমলপুরের বিজয় (২৬), ভৈরব পুর এলাকার নাজমুল (৩০), কালিকাপ্রসাদ গ্রামের বাবুল মিয়া (২৯), ভৈরবপুর উত্তর পাড়ার জাকির হোসেন (২৪), শহরের আমলাপাড়া এলাকার জিল্লু মিয়া (৫২), একই এলাকার পায়েল (২৫), গাছতলাঘাট এলাকার রাজীব (২৭), ভৈরব পুর গ্রামের অপু মিয়া (৩০), বাবুল মিয়া (৪০), রুবেল (২২), লিপন মিয়া (১৯), শিমুল (২৪), নাঈম (২০), জুবায়ের (৩০) ও শুকুর মিয়া (৩০)।
ভৈরব থানা পুলিশের ওসি মো. মোখলেছুর রহমান জানান, সারাদেশের মতো ভৈরবেও মাদকবিরোধী অভিযান চলছে। অভিযানে ১৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ী বা সেবনকারী যত শক্তিশালী হোক তাকে গ্রেফতার করা হবে।
আসাদুজ্জামান ফারুক/এএম/জেআইএম