বাগেরহাটের কররী সি অ্যান্ড বি বাজার এলাকায় মোটরসাইকেল চাপায় সাবেক ইউপি সদস্য শেখ মুজিবুর রহমান (৭৮) নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুজিবুর রহমান বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ক্ষুদ্রচাকশ্রী গ্রামের মৃত তছির উদ্দিন শেখের ছেলে। তিনি রাখালগাছি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শেখ মুজিবুর রহমান সিএন্ডবি বাজারের একটি ফলের দোকান থেকে ফল কিনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় খুলনার দিক থেকে আসা বাগেরহাটগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
সাবেক এই ইউপি সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শওকত আলী বাবু /আরএ/জেআইএম