গাজীপুরের কালীগঞ্জে মাদক মামলার পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি জ্যাকব গমেজসহ (৪৮) তিনজন গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার জ্যাকব উপজেলার তুমলিয়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া (মধ্যপাড়া) গ্রামের মৃত ফিলিপ গমেজের ছেলে। তিনি মামলার রায়ের পর থেকে পলাতক ছিলেন।
বাকিরা হলেন- জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের আব্দুল বাতেনের ছেলে মো. সেলিম মিয়া (৩০) ও বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া গ্রামের আতাউর রহমানের ছেলে তুষার মিয়া (২৬)।
কালীগঞ্জ থানা পুলিশের ওসি মো. আবুবকর মিয়া জানান, জ্যাকব গমেজ তুমলিয়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া এলাকায় মাদকের ব্যবসা করতো। সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে ২০০১ সালের ১০ ফেব্রুয়ারি রাঙ্গামাটিয়া থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদক আইনে (নং ১০(২)২০০১) মামলা দিয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়। সেখান থেকে জামিনে বেরিয়ে আদালতে আর হাজির হয়নি।
২০০৪ সালে গাজীপুর দায়রা জজ তাকে ৫ বছরের কারাদণ্ড ও নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। মামলার রায়ের পর থেকে জ্যাকব পলাতক ছিল।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে রাঙ্গামাটিয়া (মধ্যপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে সেলিম ও তুষারকে পৃথক অভিযানে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা মাদক মামলার এজাহারনামীয় আসামি। তাদের তিনজনকে মঙ্গলবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
আব্দুর রহমান আরমান/এএম/এমএস