দেশজুড়ে

গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬১

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, দেশি-বিদেশি মদসহ ৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গাজীপুরের পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ইন্সপেক্টর মো. মোমিনুল ইসলাম জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জেলার বিভিন্ন স্থান থেকে এক হাজার ৮০০ পিস ইয়াবা, ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২০ বোতল ফেনসিডিল এবং ১০০ বিদেশি মদসহ ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাত থেকে সকাল পর্যন্ত চলে এ অভিযান।

এদিকে, জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ি পুলিশ মঙ্গলবার ভোরে ভাওয়াল জাতীয় উদ্যানের সংলগ্ন কুমারখাদা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ স্থানীয় মামুন মিয়া (৩০) ও সম্ভু চন্দ্র বর্মণকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।

এ সময় পুলিশ চোলাই মদ তৈরির কাজে ব্যবহৃত ড্রাম, হাঁড়ি-পাতিল, কলস ও পলিথিনের প্যাকেট ইত্যাদি উদ্ধার করেছে। হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, তাদের নামে মামলা হয়েছে।

মোঃ আমিনুল ইসলাম/এএম/এমএস