গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভান্ডারিয়া উপজেলার বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ভান্ডারিয়া পুলিশ। এসময়মাদক ব্যবসায়ী ইকবাল মল্লিক (৩২), তার বোন কমলা বেগম (৩৫) ও ভাগ্নিবতি আলমগীর (৪০) কে গ্রেফতার করা হয়। ভান্ডারিয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ইকবাল মল্লিকের বিরুদ্ধে ভান্ডারিয়া ও রাজাপুর থানায় ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে ৮টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। শুক্রবার ইকবাল মল্লিক বস্তা ভর্তি করে ফেনসিডিল নিয়ে বোন-ভগ্নিবতিসহ রাজাপুরে যাচ্ছিল।ইকবাল মল্লিক উপজেলার লক্ষিপুরা গ্রামে রুস্তুম মলিকের ছেলে এবং তার ভগ্নিবতি আলমগীর হাওলাদার রাজাপুর উপজেলার কানুদাশকাঠী গ্রামে মোসলেম হাওলাদারের ছেলে।হাসান মামুন/এআরএস