লক্ষ্মীপুরের রামগঞ্জে এতিম মাদরাসাছাত্রকে মারধরের প্রতিবাদ করায় প্রবীণ আওয়ামী লীগ নেতা অলি উল্যাকে (৭০) মারধর করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত অলি উল্যা ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ওই মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে যান রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া। এ সময় তিনি প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তবে বিকেল পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের টুনার বাড়ির হাফেজিয়া মাদরাসার এক ছাত্র পুকুরঘাটে পানিতে মাছ পরিষ্কার করছিলেন।
এতে স্থানীয় ইদ্রিস এলোপাতাড়ি তাকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদ করলে ইদ্রিস সহযোগীদের জড়ো করে আওয়ামী লীগ নেতা অলি উল্যাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার নাক ও মুখসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু ও পৌরসভার সাবেক মেয়র বেলাল আহমেদ হাসপাতালে তাকে দেখতে যান।
রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের আটক করার চেষ্টা চলছে।
কাজল কায়েস/এএম/জেআইএম