দেশজুড়ে

ছাত্রকে মারধরের প্রতিবাদ করায় আ.লীগ নেতাকে মারধর

লক্ষ্মীপুরের রামগঞ্জে এতিম মাদরাসাছাত্রকে মারধরের প্রতিবাদ করায় প্রবীণ আওয়ামী লীগ নেতা অলি উল্যাকে (৭০) মারধর করা হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত অলি উল্যা ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ওই মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে যান রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া। এ সময় তিনি প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তবে বিকেল পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের টুনার বাড়ির হাফেজিয়া মাদরাসার এক ছাত্র পুকুরঘাটে পানিতে মাছ পরিষ্কার করছিলেন।

এতে স্থানীয় ইদ্রিস এলোপাতাড়ি তাকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদ করলে ইদ্রিস সহযোগীদের জড়ো করে আওয়ামী লীগ নেতা অলি উল্যাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার নাক ও মুখসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।

খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু ও পৌরসভার সাবেক মেয়র বেলাল আহমেদ হাসপাতালে তাকে দেখতে যান।

রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের আটক করার চেষ্টা চলছে।

কাজল কায়েস/এএম/জেআইএম