বিনোদন

দ্বিতীয় বিয়ে করলেন জেনি

ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী ও মডেল নওরীন হাসান খান জেনী। তিনি দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন। পাত্র চ্যানেল নাইনের অনুষ্ঠান প্রধান তানভীর খান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি সেন্টারে তাদের বিয়ে অনুষ্টিত হয়। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ছাড়াও তাদের ঘনিষ্ঠ বন্ধু এবং তারকারা উপস্থিত ছিলেন।তানভীর-জেনি দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে। গেল কয়েকমাস ধরেই তানভীর ও জেনির প্রেম নিয়ে নানা মুখরোচক খবর প্রকাশ হচ্ছে মিডিয়াতে। এ নিয়ে দু`জনে সরাসরি মুখ না খুললেও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ করে প্রেমের বিষয়টাকে ‘ওপেন সিক্রেট’ হিসেবে প্রতিষ্ঠা করেন।সেই ফেসবুক সূত্রেই গেল জুনে জানা গিয়েছিলো আংটি বদল করেছেন তারভীর ও জেনি। সেটি ছিলো পারিবারিকভাবেই। আংটি বদলের পর শিগগিরই বিয়ের ঘোষণা দিয়েছিলেন। অবশেষে শুক্রবার বিয়ের সব পাঠ চুকিয়ে দিলেন তারা।প্রসঙ্গত, এর আগে নির্মাতা অমিতাভ রেজার সাথে বিয়ে হয়েছিল জেনীর। তবে সেই বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি। ২০০৭ সালে বিয়ে করার পর দুই বছরের ব্যবধানে ২০০৯ সালে ভেঙে যায় তাদের দাম্পত্য জীবন। এর কিছুদিন পর অমিতাভ জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মিথিলার ছোট বোন মিমকে বিয়ে করেন। সম্পর্কের দিক দিয়ে অমিতাভ রেজা এবং শিল্পী তাহসান এখন ভায়রা ভাই।অন্যদিকে অমিতাভ রেজার সাথে বিয়ে ভাঙার পর মিডিয়াতে কাজ করার সুবাদে নতুন করে অভিনেতা আরেফিন শুভর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন জেনি। ৪ বছর আগে ভালোবাসা দিবসের নাটকে অভিনয়ের সূত্র ধরেই তাদের এ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু শুভ শেষ পর্যন্ত জনিকে বাদ দিয়ে কলকাতার মেয়ে অর্পিতাকে বিয়ে করেন।তবে শুভ’র বিয়ের বেশ কিছুদিন আগে থেকেই জেনী ও তানভীরের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। পরে অবশ্য দুইজন বিষয়টি স্বীকার করেন। আর এখন তারা শোবিজের নয়া দম্পতি। এলএ/এমএস