দেশজুড়ে

দিনাজপুরে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৭৭

দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে ৭৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৪৩ জন মাদক বিক্রেতা রয়েছেন। বাকিরা অন্যান্য মামলার আসামি।

শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ৪০টি মামলা করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩৫৭ বোতল ফেনসিডিল, ২২২ পিস ইয়াবা, ২৬১ পিস অ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন, ৯০ লিটার চোলাই মদ, ৪৫০ গ্রাম গাঁজা, ৭৫ গ্রাম হেরোইন ও ১ হাজার ৪৪০ পিস চকলেট বোমা উদ্ধার করা হয়।

দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দুপুরের পর গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমদাদুল হক মিলন/এএম/এমএস