নেত্রকোণায় ৫০ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৫০৭ গ্রাম হেরোইনসহ একাধিক মামলার আসামি মোসা. ইয়াসমিনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে শহরের পূর্ব মঈনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মাদক বিক্রেতা ইয়াসমিন মঈনপুর এলাকার বাসিন্দা একাধিক মামলার আরেক আসামি ও মাদক বিক্রেতা মেহেদী হাসানের স্ত্রী।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন খান জানান, নেত্রকোণার চিহ্নিত মাদক বিক্রেতাদের মধ্যে মেহেদী ও ইয়াসমিন দম্পতি অন্যতম। তবে ইয়াসমিন মাদক বিক্রিতে স্বামী মেহেদীর চেয়ে এগিয়ে রয়েছে বলেও জানান তিনি।
মাদক বিক্রেতা ইয়াসমিনকে পুনরায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কামাল হোসাইন/এফএ/পিআর