দেশজুড়ে

মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার

পঞ্চগড়ে মাদকমুক্ত সমাজের প্রত্যাশায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা শহরে বিশেষ র‌্যালি করে নেতাকর্মীরা। পরে শহরের শেরে বাংলা পার্ক মোড়ের পঞ্চগড় ঢাকা জাতীয় মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

‘শেখ হাসিনার কণ্ঠে কণ্ঠ মিলাই, মাদক মুক্ত সমাজ চাই’ স্লোগান নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এ কর্মসূচির আয়োজন করে। এ সময় নেতাকর্মীরা মাদক নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট ঘোষণা দেন, ‘তথ্য প্রমাণসহ একজন মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিলেই ১০ হাজার টাকা নগদ পুরস্কার দেয়া হবে।’

ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল হাসনাত মোহাম্মদ সাইফুর রহমান, সাধারণ সম্পাদক মখলেছার রহমান রেজা, স্বেচ্ছাসেবকলীগ নেতা শৈশব রাজু প্রমুখ বক্তৃতা করেন।

এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুর নেহার নূরীসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।

সফিকুল আলম/এএম/এমএস