দেশজুড়ে

ইউপিডিএফ’র ৩ কর্মী দুই দিনের রিমান্ডে

চট্টগ্রাম থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) গ্রেফতার ৩ কর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে তিন কর্মীকে রাঙ্গামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহম্মেদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাঙ্গামাটি জজ কোর্ট পুলিশ পরিদর্শক ইসরাফিল মজুমদার বলেন, চট্টগ্রাম থেকে গ্রেফতার ইউপিডিএফ’র তিন কর্মীকে বুধবার দুপুরে আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে চট্টগ্রামের ইপিজেড ও বায়েজিত এলাকা থেকে ইউপিডিএফ’র ওই তিন কর্মীকে গ্রেফতার করা হয়। তারা হলেন- গণতান্ত্রিক যুব ফোরাম চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক সুকৃতি চাকমা (৪০), বন্দর থানার সভাপতি কান্তময় চাকমা (৩৫), পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক জিকু চাকমা (২৫)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নানিয়ারচরের ৬ খুনের মামলার তথ্য সাপেক্ষে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক সৌরজিৎ বড়ুয়া ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আহসানুজ্জামানের নেতৃত্বে চট্টগ্রামের ইপিজেড ও বায়েজিত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গত ৩ মে রাঙ্গামাটির নানিয়ারচরে উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে ব্রাশফায়ারে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের প্রধান তপন জ্যোতি চাকমাসহ আরও ৫ জন নিহত হন।

এ ঘটনায় ইউপিডিএফ সভাপতি প্রসিত খীসা ও সাধারণ সম্পাদক রবি শংকর চাকমাসহ ১১৮ নামে নানিয়ারচর থানার পৃথক দু’টি মামলা করা হয়।

এএম/পিআর