দেশজুড়ে

ভাইকে হত্যার পর বাড়িতে এসে খবর দিলো খালাতো ভাই

দিনাজপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তৃতীয় শ্রেণির ছাত্র মিনহাজুল ইসলামকে হত্যা করেছে আপন খালাতো ভাই আজিজুর রহমান।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দুলু গ্রামে। বুধবার দুপুর ১২টার দিকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আজিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আজিজুর রহমান (২২) একই গ্রামের রশিদুল ইসলামের ছেলে।

নিহত শিশুটির নাম মিনহাজুল ইসলাম (১০)। সে বিরামপুর উপজেলার জোতবানী গ্রামের কৃষি শ্রমিক দেলোয়ার হোসেনের ছেলে। সে চকবিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

শিশুটির বাবা দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে আজিজুর মিনহাজুলকে নিয়ে হাকিমপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে যাবে বলে বের হয়। রাতে আজিজুর একা বাড়িতে ফিরে আসে। মিনহাজুল কোথায় জানতে চাইলে আজিজুর বলে, ‘আমি মিনহাজুলকে হত্যা করে ভুট্টাখেতে রেখে এসেছি।’ হত্যার খবরটি আজিজুর আমাদের জানায়।

নবাবগঞ্জ থানা পুলিশের ওসি সুব্রত কুমার সরকার জানান, দুপুর ১২টার দিকে হাকিমপুর থানা পুলিশ আজিজুর রহমানকে নবাবগঞ্জ থানায় হস্তান্তর করে। এর আগে এলাকাবাসী চকদুলু গ্রামে ভুট্টাখেতে ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে দুপুরের দিকে মিনহাজুলের পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করে। নিহত শিশুটির গলায় ও বুকে চাকু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।

এমদাদুল হক মিলন/এএম/পিআর