ফেনীতে বখাটের লাথিতে তুসি বুড়ি (৭০) নামের এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের উত্তর সহদেব পুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই দিন সন্ধ্যায় স্থানীয় বখাটে মিনার হোসেন (২৬) কাছে ভিক্ষা চাইলে ক্ষিপ্ত হয়ে বুড়িকে লাথি মারে। এতে ঘটনাস্থলে বুড়ির মৃত্যু হয়। পরে স্থানীয়রা ওই বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করে। মিনার হোসেন মাদকাসক্ত। সে এলাকায় নানা অপরাধের সঙ্গে জড়িত। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আধুনিক ফেনী সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী ঘটনাস্থল থেকে পুলিশ মিনার হোসেনকে আটক করার সত্যতা নিশ্চিত করেছেন।
আরএ/পিআর