দেশজুড়ে

রাজবাড়ীতে অবৈধভাবে বালু তোলায় ড্রেজার ধ্বংস

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর খেয়াঘাটের কাছে গড়াই নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ড্রেজার পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অবৈধ এ ড্রেজার পুড়িয়ে ধ্বংস করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী এসএম আসলাম জানান, উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর গড়াই নদীর খেয়াঘাট এলাকায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিল একটি চক্র।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা বিকেলে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার জব্দ করে। পড়ে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয় ড্রেজারটি। অভিযানের বিষয়টি টের পেয়ে ড্রেজার মালিকরা পালিয়ে যায়।

রুবেলুর রহমান/এএম/পিআর