ফেনীর ছাগলনাইয়ায় কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় শাড়ি ও থ্রি পিস জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার উপজেলার মহুরীগঞ্জ এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. খাজা মঈন উদ্দীন মিয়ার নেতৃত্বে বিজিবির একটি দল এক হাজার ১৪২ পিস শাড়ি, ২০৩টি থ্রি পিস, ৯৭টি ওয়ান পিসসহ একটি কাভার্ডভ্যান জব্দ করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অবৈধ মালামাল ও কাভার্ডভ্যান রেখে পালিয়ে যায়। আটক মালামালের আনুমানিক মূল্য ৮৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।
ফেনীর ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত মালামাল ফেনী শুল্ক অফিসে জমা করার প্রক্রিয়া চলছে।
আরএআর/জেআইএম